রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

কবিতাঃ রহস্যময় নারী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮ Time View

কলমেঃ মৃণাল মল্লিক (প্রভাষক)
===================

কোন স্বর্গ সুখের আশায়;
মগ্ন হলাম মোহের নেশায়,
জব্দ হলাম তান্ত্রিক মোহে,
অঞ্জলি দিলাম নৈসর্গিক-সুধা!

নেশার মোহে স্বর্গ হ’ল মর্ত্য;
পথ-ভ্রষ্ট হ’ল কত সংসারী,
মাতাল হ’ল কত অনুরাগী,
অশ্রু-সিক্ত হ’ল কত দীপক!

হারিয়ে গেল সাত্ত্বিক-আহার;
তামসিক হ’ল নৈবেদ্য!
শ্রষ্টার আছে কি কোন সৃষ্টি;
ফিরিয়ে দিবে এই নিবেদন!

অসাড় হ’ল সুঠাম দেহ!
অচল হ’ল কর্মেন্দ্রিয়!
অচেতন হ’ল জ্ঞানেন্দ্রিয়!
অস্থির হ’ল অন্তরিন্দ্রিয়!

কত তান্ডব হ’ল এই মর্ত্যে!
বিবস্ত্র হ’ল ট্রয়নগরী;
ধ্বংস হ’ল কত অট্টালিকা;
ঝরে গেল কত তরুলতা!

উদীয়মান হ’ল কত কবি!
রচিতা হ’ল কত মহাকাব্য!
সৃষ্টি হ’ল কত তাজমহল!
অমরত্ব হ’ল কত যুগল!

এ যে রহস্যময়ী অপ্সরা!
এ যে মায়াবী ইন্দ্রজাল!
যেখানে অনুরাগে সিক্ত নয়;
আছে কি কোন ইন্দ্রজিৎ?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102