কলমেঃ সাহেলা সার্মিন
তুমি রহিম রহমান তুমি দয়াবান
তোমার দয়ায় বেঁচে আছি সুখে অফুরান।
শুকরিয়া করি হাজার বার হে পরওয়ার দেগার
এভাবেই জনম জনম হয়ে থেকো আমার।
হাত পা চোখ নাক দিয়েছ সব ঠিক ঠাক
শ্রুতি মধুর কণ্ঠ দিয়েছ শুনতে দিয়েছ কান।
সুন্দর একটা হার্ট দিয়েছ ফিটফাট
অসীম করুণা তোমার অবাক হই দেখে কারুকাজ!
আঁখি দুটি করলে বন্ধ হয়ে যাই অন্ধ
সুন্দর দৃষ্টি মেলে যা কিছু দেখি হই মুগ্ধ!
হে রহিম রহমান দিয়েছ বুদ্ধি জ্ঞান
অসীম তোমার মহিমা পার করো নিদান।
সহজ সরল পথে হাত ধরে নাও সাথে
তুমি সদা আছ খোদা অন্তরে মোর গেঁথে!
কি করে তোমায় ভুলি তুমি ছাড়া এক পা না চলি
কতো করুণা তোমার বারবার যেনো মুখে বলি।
সৃষ্টি করেছ অযুত শ্বাস-প্রশ্বাস কতো নিখুঁত
মিলিয়ন বিলিয়ন ফিঙ্গার প্রিণ্ট কতো তফাৎ।
তোমার সৃষ্টির রহস্য এ নয়তো কোনো রস হাস্য
একটু বসে ভাবলে কিছু কিছু হয় প্রকাশ্য।
পাপে গেছি ডুবে জানিনা কেমনে যাবে উবে
তুমি ক্ষমা না করলে ঐ হাবিয়ায় যাবো সবে।
ক্ষমা করো প্রভু তুমি তোমার পদ চুমি
নিস্পাপ করে তবেই মোরে ধরা থেকে নিও তুমি।