কলমেঃ বেলায়েত বাদল
ছাত্ররা মাত্রই করিল স্বাধীন
দেশটা, ছিল যা অন্যের অধীন।
মিছে ভোট, বিষ ঠোঁট, ভুয়া সরকার,
বদকাম, বদনাম সৈরাচার!
এতো লুটপাট যদি সত্যি হয়,
তবে বুড়ি সবই তোর মিছে অভিনয়।
ন্যায্যর দাবী যদি বায়না ধরে,
চোখ বেঁধে মেরেছ আয়না ঘরে!
ছিগোছি! তুমি নাকি শেখের বেটি?
কাঁটা ঝুটা বুঝ দিয়ে চাবালে পেটি।
গিলতে কি পেরেছ? হল মুখরোচক?
ওগলিয়ে ঝুলি নিয়ে শেষে পলাতক!
ক্ষমতার লাগি ডুব চাতুরতা পাপে,
নৌকার সাথে ডুবে তোমার বাপে।
ওগো বুবু ডুবো ডুবো তব দল লীগ,
সাথী যায় বিদেশেতে, পাতি তাবলীগ।
এতো লেখা! তোষামোদ স্বপ্ন গাঁথা,
গেলো কই নিমিষেই হলো মিথ্যা।
ছুঁড়ে গুলি তবু হালে পেলোনাতো পানি,
ঊড়ে যায়, গঙ্গায়, রাজ-ভিখারীনী।