কলমেঃ এইস এম রুহুল আমীন
মুসলিম তো বীরের জাতি নই তো পরাধীন
তবে কেন ভয় মুসলিম? চলো যাই ফিলিস্তিন
মোরা তো হলো উত্তরসূরী খালেদ বিন ওয়ালিদ
ঈমানি চেতনায় জাগ্রত হয়ে যুদ্ধের ডাক দিন।
প্রসূতির কোলের ছোট্ট শিশু করছে হাহাকার
মৃত্যুর কোলে ঢলে পরে করছে চিৎকার
চতুর মুখে দেখি শুধু বোমা হামলার শব্দ
মুহাম্মদ সা: এর সৈনিক হয়ে আজো কেন রুদ্ধ?
আর কত কাল রক্ত নদী ভরবে ফিলিস্তিন
তরুণ, যুবা, কিশোর, নারী মরবে প্রতিদিন
দুগ্ধপায়ী শিশু যেন ডাকছে আমার ভাই
বাচাও তোমরা আমাদের কে বাঁচতে মোরা চাই।
রক্তের দাগ রক্ত দিয়েই শোধতে হবে ঋণ
আর কতকাল থাকতে হবে এভাবে পরাধীন
যুদ্ধ ছাড়া বিজয় আসবে না তো কোন দিন
উমরের ঈমানে দীপ্ত হয়ে যুদ্ধের ডাক দিন।