কবিঃ মুহাম্মাদ বায়েজিদ বোস্তামী
শীতের গোধূলি কত যে রজনী
ঘন কুয়াশার চাদরে মুড়ানো প্রভাতি,
সাময়িক সনদের স্বপ্নের রুপসীকে
চূড়ান্ত সনদ পেতে নির্বাচিত করতে
কাজ করেছি সকলের সাথে দিবানিশি,
ত্যাগী, নি:স্বার্থ ও অদম্য যোদ্ধার ভীরে
আমার মতো অযোগ্য সৈনিকের হলো প্রস্থান,
প্রাণ প্রিয় আমাদের কাঙ্খিত সেই রুপসী।
মোর কর্মের ছোঁয়া হয়তো আজ কেউ
মনে রাখবে না মুখে আনবে না
তবুও রূপসীর প্রতিটি পাতায়
স্মৃতি হয়ে বয়ে বেড়াবো প্রত্যাশী,
প্রাণ প্রিয় আমাদের কাঙ্খিত সেই রুপসী।
হয়তো আজ বিজয়ের আনন্দঘন এই মুহুর্তে
স্মরণ করবে না যৎসামান্য মোর অবদান
দোয়া করি রুপসীর সকলেই থাকুক চির অম্লান,
রূপসীর সংগ্রামী বিজয়ে আজ নেই আমি
তবুও সকলের প্রতি রইলো ভালোবাসা ও সন্মান।
হৃদয়ের গভীরের আত্ন অনুভূতির এই কবিতা,
আমার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার শুধু সান্ত্বনা।
সংস্থা ও সকলের দিনদিন হোক উন্নতি ও সমৃদ্ধি,
প্রাণ প্রিয় আমাদের কাঙ্খিত সেই রুপসী।