কলমেঃ মোহাম্মদ সাগর
লিখবো চিঠি তোমার নামে,
আকাশের ঔ খামে।
আঙুল হবে কলম আমার,
কালি বানাবো রক্তে।
হৃদয় টা হবে আমার লেখার ঔ না খাতা,
আকাশের ঔ খামে করে দিব তোমার ঠিকানায়।
অশ্রুর জলে বেজাবো আমার ঔ খাতা,
পড়তে বসলে দেখবি তুমি খাতা টা ছেড়া।
মনের রঙে আকবো চিঠি শুধু তোমার জন্য,
পড়তে গেলে দেখবে তুমি লেখা ছিল অনন্য।
কত কথা জমা আছে লিখবো ঔ খাতায়,
রক্তের দামে কিনতে পারবে না আমার ঔ লেখায়।
ঔ চিঠি টা পড়তে গেলে বুঝতে পারবে তুমি,
তোমার জন্য এই হৃদয়ে ভালোবাসা কত খানি।
আকাশের ঔ নীল ঠিকানায় লিখবো তোমার নাম,
আছো তুমি এই হৃদয় সেই চির অচেনায়।