সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

কবিতাঃ লিখবো চিঠি তোমার নামে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৪১ Time View

কলমেঃ মোহাম্মদ সাগর

লিখবো চিঠি তোমার নামে,
আকাশের ঔ খামে।
আঙুল হবে কলম আমার,
কালি বানাবো রক্তে।
হৃদয় টা হবে আমার লেখার ঔ না খাতা,
আকাশের ঔ খামে করে দিব তোমার ঠিকানায়।
অশ্রুর জলে বেজাবো আমার ঔ খাতা,
পড়তে বসলে দেখবি তুমি খাতা টা ছেড়া।
মনের রঙে আকবো চিঠি শুধু তোমার জন্য,
পড়তে গেলে দেখবে তুমি লেখা ছিল অনন্য।
কত কথা জমা আছে লিখবো ঔ খাতায়,
রক্তের দামে কিনতে পারবে না আমার ঔ লেখায়।
ঔ চিঠি টা পড়তে গেলে বুঝতে পারবে তুমি,
তোমার জন্য এই হৃদয়ে ভালোবাসা কত খানি।
আকাশের ঔ নীল ঠিকানায় লিখবো তোমার নাম,
আছো তুমি এই হৃদয় সেই চির অচেনায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102