কলমেঃ মোহাম্মদ সাগর
কত স্বপ্ন বুকে নিয়ে,
দিয়েছি বিদেশ পাড়ি।
স্বপ্নের বিদেশে এসে আমার,
হল জীবন ঘানী।
স্বপ্ন দেখি দেশে আমি কবে যাবো বিদেশ,
মিথ্যা হল সকল আশা এরই নাম বিদেশ।
মায়ের দেশে থেকেও যদি চিরা মুরি মিলে,
তাতে আছে অনেক শান্তি ঔ খানে সুখ মিলে।
স্বপ্ন পুরন করতে গিয়ে কত জন দিল প্রান,
জীবনটাকে হারিয়ে হল এই না বিদেশের দাম।
কত দিন যায় অনাহারে কেউ তো দেখে না,
মিথ্যা স্বপ্ন বুকে আছে কতই না যন্ত্রণা।
শখের বিদেশ শখই থাকে শান্তি তো আর নাই,
কপাল পোড়ার মতো জীবন চলে শান্তি কোথায় পায়।
অভাব আর স্বভাবের কাছে সবাই হেরে যায়,
মৃত্যুতে মুক্তি মিলে এই না জেলখানায়।