কলমেঃ মুসলিমা আক্তার
লেখক ও শিক্ষক, ঢাকা।
==============
শরৎ আসে রাঙা বেশে
প্রকৃতি রঙিন করে,
এখানে ওখানে সব খানেতে
রংধনুর বেশ ধরে।
স্নিগ্ধতার আকুল পরশ
বুলিয়ে দেয় চোখে,।
শঙ্খচিলের আপন আবেশ
ধ্রুব প্রকৃতির বুকে।
দূর আকাশের সূর্য টাও
রক্ত বেশে ওঠে,
কালো পাখিটা কালো নয় আর
রং নিয়েছে লুটে।
প্রকৃতির সব পশু পাখি
রঙিন চিত্র বেশে,
অনন্ত অতল গভীর পরশ যেন
আকুল স্বপ্ন রেশে।
রঙিন পানির উপর যেন
মেঘ বালিকার দল,
আপন আবেশে চলছে তারা
ধূসর ধরায় হাসছে খল খল।
শরৎ সুন্দরী তোমার মতো
অন্য ঋতুর নাই,
সবার তরে শরৎ সুন্দরী
রং বিলায় তাই।