আজ তোমার শহর আমার শহর আলাদা,
যে শহর একদিন আনন্দ উল্লাসে মেতে উঠতো,
হারিয়ে গেছে বিষন্নতার ছায়ায়,
যেখানে ছিল রাস্তা ঘাট,পার্ক,রেস্তোরাঁ সব ভালোবাসার নিবিড় ছোঁয়া।
সময়ের বিবর্তনে অচেনা হয়ে গেছে,
যখন কাছে পাওয়ার তীব্র আকাংখা,
না পাওয়ার বেদনা সবই অতীত বরফের নীচে ঢাকা
চাইলেও ফিরবেনা পূর্বের অবস্থানে।
ফুল বাগানে আমার আবির্ভাব,
তোমার অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা
দেখে লজ্জায় মাথানত করা,
ফুলগুলো আজও তাকিয়ে থাকে অপেক্ষায়?
শহরের প্রতিটা ইট বলে দিত
তোমার ভালোবাসার অপেক্ষার প্রহর,
আমাকে নিবিড় ভাবে পেতে চাওয়া
যখন হাতটি দিলাম বাড়িয়ে,
তুমি হারিয়ে গেলে নিষ্ঠুরভাবে
অন্য বন্ধনে শহর ছেড়ে।