কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
===================
হেমন্তের আগমনে উড়ে আসে,
পাকা সোনালী ধানের ক্ষেতে।
দল বেঁধে শালিকের ঝাঁক,
মনের আনন্দে হেমন্তের সুবাস লয়।
পাকা ধান ঝরে পরে মাটিতে,
কৃষক ভাই ধান কাটে আয়।
আঁটি বেঁধে নিয়ে যায় নিজের ঘরে,
ঝরে পরা ধান শালিকের ঝাঁক।
সেগুলো তৃপ্তি ভরে খায় আবার,
কিচিরমিচির ডাকে সবাই মিলে।
খানিক পরে একসাথে ডানা মেলে,
নীল আকাশে দিকে উড়ে বেড়ায়।
মনের অনাবিল আনন্দ উল্লাসে,
হেমন্তের নতুন বার্তা পৌঁছে দিতে।
উড়ে চলে এক্ষেত হতে অই ক্ষেতে,
নতুন স্বপ্ন নিয়ে নতুন ভাবে বাঁচা।
হেমন্তের সুখ শালিকের ঝাঁক।
-----------------------
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা, হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।