প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ১০:১৩ এ.এম
কবিতাঃ শিশির ভেজা সকাল
কলমেঃ মো: লিটন হাসান জয়
শিশির ভেজা সকাল বেলা
নিরব পাখির ডাক,
সবুজ পাতা দুলছে দারুন
শিউরে উঠছে বনের বাঘ।
শিশির ভেজা সকাল বেলা
ফুল কুড়াতে যাই,
রংবেরঙ্গের ফুল পাখিরা
সকল গাছে গাছে পাই।
চারে দিকে ঘনো কুয়াসা
অন্ধকার দেখা যাই,
তাই দেখিয়া মনে মনে
শিশির ভেজা সকাল টাই।
মায়ার ঘাসে পুষ্প হাসে
দেখতে লাগে বেস,
শিশিরের ছোয়া অলংকৃত
সোনার বাংলাদেশ।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com