কলমেঃ মো: লিটন হাসান জয়
শিশির ভেজা সকাল বেলা
নিরব পাখির ডাক,
সবুজ পাতা দুলছে দারুন
শিউরে উঠছে বনের বাঘ।
শিশির ভেজা সকাল বেলা
ফুল কুড়াতে যাই,
রংবেরঙ্গের ফুল পাখিরা
সকল গাছে গাছে পাই।
চারে দিকে ঘনো কুয়াসা
অন্ধকার দেখা যাই,
তাই দেখিয়া মনে মনে
শিশির ভেজা সকাল টাই।
মায়ার ঘাসে পুষ্প হাসে
দেখতে লাগে বেস,
শিশিরের ছোয়া অলংকৃত
সোনার বাংলাদেশ।