কলমেঃ আশীষ খীসা
শীতের দিনে শীতের পোশাক
পরতে যে খুব ভালো লাগে,
সোয়েটার,চাদর গায়ে দিলে
মনে পরম তৃপ্তি জাগে।
কাঁথা,কম্বল গায়ে দিয়ে
ঘুমাতে খুব আরাম লাগে,
প্রতিযোগিতা শুরু হয় ল্যাপের
ভিতর ঢুকবে কে কার আগে।
ল্যাপ,তোষক হয় পরম বন্ধু
সোয়েটার,চাদর,কোর্ট তো আছে,
ধনী মানুষ কাপড়ে ভরপুর
তারা শীতকাল ভালোবাসে।
গরীব মানুষ কষ্ট যে পায়
শীতের পোশাক অভাব থাকাতে,
তাইতো তারা ঘিরে থাকে
আগুনের চারপাশ দিনেরাতে।
বুড়ো-বুড়ি খুব কষ্ট পায়
কনকনে যদি শীত পড়ে,
শীতের দিনে শিশু,বৃদ্ধ
ভোগে সর্দি,কাশি,জ্বরে।
শীতের অনুভূতি বুঝে
সব আবাল,বৃদ্ধ ও বনিতা,
শীতের দিনে বসে বসে
কবি লিখে শীতের কবিতা।