মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ
শীত শীত লাগছে গায়ে,
এই কু্যাশার হিমে।
পৌষ মাঘের কঠিন শীতে,
শরীরটা যায় ঝিমে।
চারিদিকে কুয়াশায় ঢাকা,
যায় না কিছু দেখা।
খালি গায়ে পথ শিশু রা,
বেড়ায় ঘুরে একা।
এই কুয়াশায় শীতের দিনে,
নাই অনেকের কাঁতা বালিশ,
স্টেশনে পরে থাকে তাঁরা,
কে'উ শোনে না তাদের নালিশ।
বৃত্তবানেরা আরাম করে ঘুমায়,
বেশ, হট কুল এসি রুমে।
লেপ কম্বল চাদর গায়ে ওরা,
দারুণ ঘুমায় যে উমে।
রাস্তা ঘাটে ফুটপাতে ঘুমায়,
খোলা আকাশের নীচে।
খালি গায়ে পরে থাকে তাঁরা,
পৌষ মাঘ মাসের শীতে।