মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা হাতীবান্ধা
লালমনিরহাট, বাংলাদেশ।
শীতে কাপে চারিদিকে,
শীত কাপে সবাই।
শীতে কাপে পাখপাখালি,
শীতে কাপে শিশুরাই।
শীত কাপে ছেলে বুড়ো ,
শীতে কাপে কৃষাণ।
শীত কাপে ফুল ফল।
শীতে কাপে পিসান।
শীতে কাপে গোটা দেশ,
কাপছে শীতে বেশ।
শীতের দিনের ভাপা পিঠার,
হয় না মজার শেষ।
শীত আসলে গরীব মানুষ,
পথশিশু কত অসহায়।
স্টেশনে পরে থাকে তাঁরা,
হয় না কেহ সহায়।
এই সমাজের আছে যত,
ধনী বৃত্তবান বড়লোক।
শীতের সাহায্যে এগিয়ে আসুন,,
বিবেক জাগ্রত হোক।