কলমেঃ আইরিন সুলতানা লিপি।
পৌষালী মন উদাসী ক্ষণ
কুহেলিকায় চারদিক ভিজে,
চনমনে বেশ ভিজেছে কেশ
জানিনা করবো এখন কি যে?
কুয়াশাতে ভোর প্রাতে
শীতে থরথর কাঁপিছে পা
চায় শুধু মন এই শীতল ক্ষণ
গরমা গরম এক কাপ চা।
সূর্যি মামা পড়ছে জামা
তাই পড়েছে রোদ তাপ ঢাকা,
মনুষ্য লোক মনেতে শোক
আজি রোদ হীন যায় না থাকা।
হোকনা বীর শীতে অস্থির
সবে থরথর শুধু কাঁপে,
চাই একটু রোদ শীত হবে রোধ
সারা দেহ তাপে ভাপে।
গুরুজন কয় করো না ভয়
রোজ দুপুরে স্নানটা সারো,
শাকসবজি খাও স্বাদ বেশি পাও
পাতে দিলে বলে আরও।