কলমেঃ বাসুদেব বসু (শিক্ষক)।
মেঘ মেঘ ভাব আকাশেতে,
মৃদু বাতাস বহে।
সূর্য নাহি দেখা পাই,
মেঘ ঢেকে রাখে;
সূর্য আছে চুপটি মেরে।
আকাশ যেন মেঘাচ্ছন্ন,
শীত যেন আসে আসে;
তাপমাত্রা নাই দেহে।
শীতল ঠান্ডায়,
মনে হয় জমাট
বেঁধে যাব।
কেউ নাই কাছে,
একা আছি বসি
হয়তো বাঁচিব না মোটে।
সংসারের কেহ,
ভালবাসে না মোটে;
মৃত্যু এর চেয়ে ভাল।
এ শীতে শীত বস্ত্র নাই,
বাঁচার আশা নাই আর।
শুরু হয়েছে উত্তরের বাতাস
শীত ও যেন আসে আসে,
কি হবে আমার গতি
ভাবি দিবানিশি।