কলমেঃ রবি বাঙালি
============
হয়তো আর দেখা হবে না
ফুল পাখির আর এই অরণ্য, নীলাকাশ
ধবল বকের সারি,গোধূলির আবীর,প্রভাতে স্নিগ্ধতা
সবই রবে আপনার মতো করে,
তুমিও রবে আপন ভুবনে
সুখ অবগাহনে
শুধু রবো না আমি।
হয়তো দেখা হবে
অন্যখানে,অন্যরূপে, অন্য জন্মে,
কালের পিঠে, ধরনীর আবর্তনে।
সবুজ শ্যামল প্রান্তরে
ঘুঘুর পরা আলতা রাঙা পদযুগল
তৃণঘাসের শিশিরে বুলাবে কারো হাতে হাত রেখে
অরুণ রবির হাসিতে,
শুধু রবো না আমি।
পূর্ণিমার আলো ঝরা
নিশিরাতে খোলা জানালার পাশে
তুমি রবে অন্যের বুকে
ভালবাসার উমে নিঃশ্বাসের চুমে,
আর আমি তখন –
নীল উত্তপ্ত দীর্ঘশ্বাস গুনে গুনে
যমের দেশে দেশান্তরি হব।
তোমার কুন্তলের ঘ্রাণে
অন্য কেউ মোহিত হয়ে গুঁজে দেবে
বেলী হাসনাহেনা,
নরম লাজে ভীরু ঈক্ষণে
ভরাবে মন,
আর আমি তখন-
সিগারেটের মতো পুড়ে পুড়ে ছাই করব
স্বপ্নের ভুবন।
বসন্তের বনে বনে
ফুলের রঙে রঙে তুমি সাজবে,সৌরভ ছড়াবে,
তোমার রঙে অন্য কেউ নিজেকে রাঙাবে,
তোমার সৌরভে অন্য কেউ মাতাল হবে স্পর্শের নেশায়,
তুমিও হারাবে সেই মধুরতায়-
আর আমিও হরিয়ে যাব আঁধারের সীমায়।
রাখালীর সুর ভাটিয়ালি গান
নদীর বহতার কলধবনি
আর মৌমাছির গুঞ্জরণে তুমি রবে
পরমানন্দে অনুভবে,
সুখে আহলাদে তুমি রবে
অন্যের বুকে দুদিনের ভবে,
শুধু আমি রবো না-
হয়তো এখানে আর দেখাও হবে না
যদি কখনো দেখা হয় হবে
অন্য ভবে।।