কলমেঃ মুসলিমা আক্তার
লেখক ও শিক্ষক
শুভ্রতা তোমায় খুঁজে বেড়াই
খুব বুঝি তোমার কদর,
সব খানেতে মহিমা ছড়াও
ভালোবাসা আর আদর।
স্নিগ্ধ সকালে তোমার পরশে
সারাদিন কাটে ভালো,
সন্ধ্যার অভ্রতায় তুমি যদি আসো
লেশ নেই বিন্দু কালো।
কেউ বা তোমায় কথার তরে
কেউ বা হরেক কাজে,
শুভ্রতা তুমি অনেক দামী
থাকো নানান সাজে।
কেউ বা আবার প্রথম দেখায়
কেউ বা আচরণে,
শুভ্রতার সকল বিলাস
ছড়ায় ক্ষণে ক্ষণে।
গোধূলির ধূলির গন্ধে
তোমার সুভাস পাই,
কালোতেও শোভা ছড়াও
স্নিগ্ধতার অভাব নাই।
তুমি যখন আসো পটে
সবই যেন নিরব,
ভীষণ ভাবে কষ্ট পেলেও
দূর হয়ে যায় সব।
শুভ্রতা তুমি প্রতিদিন
আমার বাড়ি এসো,
আদর করে যত্ন দিয়ে
রাখবো আপন বেশে।