কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
কতোবার দিলে বিদায়
হোলো না আমার যাওয়া,
হয়তো-বা এখোনও হয়নি শেষ
আমার চাওয়া-পাওয়া!
কৃষ্ণ কালো কালবৈশাখী নিশি
দিয়েছো বিদায় কত,
অসহায় আমি কোথা যাই বলো
করেছি মাথা নত!
অশেষ ধন্যবাদ দিয়েছো আশ্রয়
পোষা প্রানীর মত,
লেজ নেড়ে নেড়ে জানিয়েছি কৃতজ্ঞতা
কতোবার কত-শত!
কয়েকটা দিন করো অপেক্ষা
বিদ্ধ করো শত,
হৃদয় আজ শক্ত পাথর
কোন আঘাতে হয় না ক্ষত!
খুব বেশী নয় আসতে শেষ বিদায়
দান্তি দাঁড়িয়ে দোরগোড়ায়,
দরোজায় কড়া নাড়ার শব্দশুনে পাই
শ্মশানে দিও আমায় শেষ বিদায়!
আবেগহীন ভালোবাসায় মোর
সিক্ত হলো না কেউ,
ক্লান্ত-শ্রান্ত চরা নদীর প্রবাহে
দুই কুলে লাগে না ঢেউ!
বয়ে গেলাম প্রতিবাদ হীন চরা নদীর মত
ব্যর্থ এক জীবন সৈনিক,
ভাসমান স্বপ্ন প্রেমের আদালতে
হাজিরা দিয়ে দৈনিক!
শুনলে না কেউ আমার কাকুতিমিনতি
সুনামির গর্জনে হয়ে ঝরলাম না বলে,
নির্জলা নির্জীব ঝর্নার থাকেনা ভীম নাদ
সলিল সমাধিত হলাম তার তলে!
অসমাপ্ত আমার দুঃখ ভারাক্রান্ত কাহিনি
রেখে গেলাম আকাশে এক বৃহৎ পান্ডুলিপি,
হয়তো-বা একদিন বুঝবে কোন দীনহীন
বাঁধবে তার গিটারে আমার কষ্টের স্বরলিপি!