কলমেঃ মোঃ আজিজুল হক
================
ছেলেবেলার দিনগুলোতে ছিলো অনেক ভালো,
সারাটাদিন খেলাধুলায় থাকতাম ওরে মগ্ন।
নদীর ধারে পুকুর পাড়ে শামুক দিয়ে পা কেটে,
বাড়ি ফিরলে মা রেগে উঠে দিত ভীষণ বোকে।
দুপুর হলে সবে মিলে
নদীতে যেতাম গোসল করতে,
দিন শেষে সন্ধ্যা হলেই সবাই ঘরে ফিরতে,
বইগুলো হাতে নিয়ে হারিকেনের আলোয় পড়তে বসা
রাতের ওই জোনাকি পোকা ধরে নিয়ে খেলা করা।
ছেলেবেলার মধুর দিনে
আনন্দ করতাম বাঁকে বাঁকে,
কই গেলো কই গেলো
এমন দিন আর ফিরবে নাকো।