কলমেঃ সাদিয়া আক্তার দীঘি
=================
সংসার মানে এক সাথে থাকা,
গায়ের গন্ধ মাখা।
সংসার মানে দুইয়ে এক মন,
আপন করে রাখা।
সংসার মানে নতুন জীবন
হাসিখুশি দুই মন,
ভালোবাসা আর বিশ্বাস দিয়ে
জড়ানো আপনজন।
সংসার মানে ভাব আর রাগ,
অবিরাম সমঝোতা,
বিরোধ হলেই ভুলে যাওয়া সেই
ক্ষণিকের বৈরিতা।
সংসার মানে শুধু ভুলে যাওয়া
বিয়ের তারিখে ভুল,
সেই দিনই ঠিক দেরি করে ফেরা
ফিরেই সাজানো গুল।
কর্তার যদি নীল প্রিয় হয়
গিন্নীর তবে লাল,
রঙেতে রাঙানো রঙীন দ্বন্দ্ব
চলছেই চিরকাল।
সংসার মানে ঘুম থেকে উঠে
সকালে বাজার যাওয়া,
খানিক পরেই নাকে মুখে গুঁজে
কাজের পিছনে ধাওয়া।
সংসার মানে টিফিন বাক্স
ছেলেমেয়েদের স্কুল,
গাড়ি বাড়ি গয়না শাড়ি
চুড়ি ও কানের দুল।
সংসার মানে দিন অবসানে
রাতের খাবার শেষে,
একি বিছানায় মধুর মিলন
দুজনায় ভালোবেসে।