কলমেঃ রওশন রোজী
—————-
সংসার সংসার কর যত
সংসার হয় না আপন তত।
মায়ার বাঁধন ফেলতে না পাই
সংসারে বাঁধন ছিঁড়তে না চাই।
ঝড় যদি আসে সংসারে
মনে হয় যেন রুখে দাঁড়াই।
রুখতে গেলে হয় বিপদ
এ কূলওকূল তীর খুঁজে না পাই।
মশার কামড় বেজায় জ্বালায়
যদি মশারী টানাতে না পাই।
রান্না যদি হয় খারাপ
উনার হয় বড্ড মনখারাপ।
ছেলেমেয়েরা বড় হলে
চলতে চায় আপন নিয়মে।
নিয়মের যদি হয় কড়াকড়ি
শুরু হয় তাদের বাড়াবাড়ি।
ভালোবাসার রঙের ছোঁয়া
প্রথম জীবনে হয় পাওয়া
মাঝ পথে এসে যায় হারিয়ে
বাচ্চা কাচ্চাদের লালল পালনে।
শেষ বেলায় একটু চাওয়া
হয় যেন অনেক পাওয়া।
ঝগড়াঝাটি সংসার থেকে
যদি চাই বিদায় দিতে
চোখ রাঙ্গিয়ে একটু তাকায়
আসবো ফিরে তাড়াতাড়ি।
———