কলমেঃ গাজী জিয়াউর রহমান
চাঁদ উঠেছে ফুল ফুটেছে
ফাগুন এলো বুঝি,
ফুলের ঘ্রাণ জাগায় প্রাণ
সখি তোমায় খুঁজি।
গায়ছে পাখি ছুটছে ডাকি
কোন সে দুরে বনে,
প্রেমের দোলা মনটা ভোলা
স্বপ্ন আঁকি মনে।
হৃদয় হাসে স্বপ্ন ভাসে
খুব উদাসী হই,
সখির প্রেমে ডুবছি নেমে
সখি আমার কই?
মন উতালা প্রেমের জ্বালা
দহনে পোড়ে মন,
তোমায় ছাড়া বাঁধন হারা
শোনরে সখি শোন।
বলছি মুখে রাখছি বুকে
খুব যতনে তোরে,
ঠুনকো ভুলে ফেলে অকূলে
যাসনে পর করে।