কলমেঃ সাহেলা সার্মিন
সত্য মিথ্যার প্রভেদ আজ বড়ই দুর্লভ
পৃথিবীতে কোনো কিছুই নয়তো সুলভ।
নিজেকে করতে বড়ো মানুষ নেয় মিথ্যার আশ্রয়
জেতার জন্য মিথ্যাটা আজ বড়ই সাশ্রয়।
ব্যাংকের কোটি কোটি টাকা হয়ে যায় লোপাট
হিসাবের খাতা সাত পাঁচ দিয়ে ঢেকে দেয় কপাট।
বড়ো কর্তার পকেটে লাখ লাখ টাকা
অফিস ক্যাশ হয়ে থাকে ফাঁকা,
মিথ্যার গ্যারাকলে সে পড়বেনা একা
ছোট ছোট পদে যারা আছে তাদের দেখা।
সত্য বললে আর যায়না পাওয়া বাহাবা
ভালো মানুষকে আজ সবাই ভাবে হাবা।
আব্দুল কাদের জিলানীর সততায়
ডাকাত দলের সর্দার এলেন ইসলামের ছায়ায়।
আজ সততার হয়েছে অপমৃত্যু
বেশি সততার দায়ে তাকে করে সমাজচ্যুত।
কেউ ধার ধারে না কারো
বোঝাতে গেলে ক্ষেপে যায় আরো।
সে নিজেই সব জানে যেনো মহারাজা
ট্রুটি ধরিয়ে দিতে গেলেই দেয় সাজা।
অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী সমান অপরাধী
জেনেশুনে চোখ বন্ধ করে হয় থাকতে যেনো এক গাধী।
কিন্তু পারিনা আমি মেনে নিতে কোনো অন্যায়
প্রতিবাদী হয়ে উঠি তখন কলম ঘষি খাতায়।
আমাদের দেশে পুকুর চুরির হয়নাকো বিচার
জুতা চোরকে আমরা শেখাই আচার।
হে আল্লাহ মিথ্যার কুহেলিকা টপকাতে দাও শক্তি,
হোক যত ক্ষতি সততায় যেনো থাকে আজন্ম ভক্তি।