======================
কলমেঃ ফরিদুল ইসলাম ফারুক খান
======================
সত্যের পরশে সততার জলে পবিত্র কর অঙ্গ
নইলে হে মানুষ সকল প্রার্থনা হবে তোমার ভঙ্গ
ততই মঙ্গল যতই নিবে তুসি মানুষের সঙ্গ
ধ্বংস হবেই মিছে মায়া এ-ই দুনিয়ার রঙ্গ।
চালাকের ছলে কাকে তুমি ঠকালে পাগল মন?
বিচার বিবেকে দেখ সে তোমারই আপনজন
তবে তুমি অনু সূচনায় কাঁদো কেন সারাক্ষণ?
আর কি পাবে এ জনম হলে তোমার মরণ?
হিংসা লোভ লালসা দ্বিধা দ্বন্দ্ব অভিমান ভুলে যা-ও
অহংকারের চাদর খুলে চর্ম চক্ষু দিয়ে একবার তাকাও
নতজানু মস্ত কে আত্মসমর্পণ করে সেজদা দাও
ধৈর্য ধরে অপেক্ষা কর তোমার ললাটে যা তা-ই পা-ও।