কলমেঃ কামনা ইসলাম
আমরা গেছি অন্ধ হয়ে
দেখিনা তাই আলো,
যেখানে যা দেখে থাকি
সবই বলি ভালো।
কালো আলো, নয়তো আলো
আলোর আলোই আলো।
আলো খুঁজে বের না করে
খুঁজি কালো আলো।
সত্য কথা বলতে না চাই
মুখ বুজিয়ে চলি,
বেশি ভালো সাজতে যেয়ে
মিথ্যা কেনো বলি,
কালোর আলো নয় তো ভালো
আলো খুঁজাই ভালো,
সত্য আলো হোকনা কঠিন
সত্য কথাই বলো।
সাজা যদি পেতেই হয়
আলোর আলোই থাকো,
কালোর আলো না জড়িয়ে
নিজেকে লুকিয়ে রাখো।