কলমেঃ সাহেলা সার্মিন
আজ সন্ধ্যায় শিখালো সন্ধ্যা তারা
অর্থবিত্ত থাকলে কখনো হয়না সে বন্ধু হারা।
সারাদিন ব্যস্ততায় কেটেছে বিভিন্ন কাজে
গোধূলির সাথে সাথেই কেটেছে শপিং এর ভাঁজে।
ফিরছিলাম নিজ নীড়ে সন্ধ্যার প্রথম প্রহরে
অটোরিকশার যাত্রী হয়ে কুয়াশা ঘেরা আঁধারে।
সাথ দিচ্ছিল উজ্জ্বল সন্ধ্যা তারা
দীপ্তি ছড়াচ্ছিল কী অবাক করা!
সাথে সাথেই চলছিল উজ্জ্বল হাসি হেসে
ইউক্যালিপ্টাস,মেহগনি, নারিকেল, সুপারি ঘেষে।
গাড়ির ইঞ্জিন চলছে যতো জোড়ে
সন্ধ্যা তারাও চলছে ততো দৌড়ে!
হঠাৎ ইট ভাটার কালো ধোঁয়ায় মলিন
প্রকৃতির মাঝে সন্ধ্যা তারাও হলো বিলীন।
খুঁজছি তো খুঁজেই চলছি কোথায় গেলো সে
এ আঁধারে আসবেনা সে আমার আকাশে!
কিছুদূর যেতে ধোঁয়া গেলো সরে
সে চঞ্চল হাসিতে এলো আবার ফিরে!