কলমেঃ বি. পি. শাকিলা জান্নাত
সফলতা তুমি দূর আকাশে এক
দ্বীপ্ত শুধাংশু,
হতাশা আর হাহাকার,
তুমি সকলের আর্তনাদ।
কত জাতি তোমাকে ছুতে দিয়েছে
দেহাবসান,
হায়! কি পাষন্ড নিষ্ঠুর বর্বর তুমি।
তোমারি দেখা পাণে কত নারী-পুরুষ
দিয়েছে বিসর্জন সহস্র রাত্র নিদ্রা।
কত হতশা,কত নিরাশা, কত আত্নগ্লানি,
কত মাতা চেয়ে আছে
তোমারি মুখখানি।
কত বীর হয়েছে শহীদ,
তুমি হয়েছ বিষদাতা।
কতখানে, কততরে,কতদেশে শোনা যায়
কত আত্মত্যাগের কাহিনি,
কত জাতি ব্যর্থ হয়ে খেয়ে নিল
বিষ আনি।
কত মায়ের অশ্রু মাখা নয়ন,
বুকের হাহাকার।
সবুজ ফেনার প্রাণে চেয়ে চেয়ে..
আত্নাটা বের হতে চাই প্রাণ বেয়ে বেয়ে।
এত আত্মচিৎকার আহাজারি,
তবুও কি সবার ডগায় ধরা দেয়!
সেই মহারানী?
সবই যেন মুদ্রিত অধিপতির,
যাহাই হোক না কেন!
শিরনত কর প্রভুর প্রাণে,,
ধৈর্য, পরিশ্রম, প্রভুর ইচ্ছে..
যখন হয়ে গেল একত্রে,
সফলতার দুয়ার খুলে যায় যেন,
তাহারই পদতলে।