কলমেঃ প্রদুল কান্তি দে (শিক্ষক)
বিদায় বেলা মায়ের সাথে দিলাম আমি ধরা,
এবার কেমন অন্য রকম খেললাম বিজয়ী খেলা!
শুরু থেকে মনটা আমার ছিলোনা তেমন ভালো –
শেষ ভালো যার সব ভালো তার এমটাই হলো!!
বিদায় বেলা মায়ের সাথে খেললাম রংয়ের খেলা,
অবহেলায় কেন এড়িয়ে যাওয়া অতীত কিছু বেলা!
মাগো তুমি করিও ক্ষমা এই অদম মোরে-
তবে ধন্য জানবো মাগো তখন তোমার খেলা!!
বিদায় বেলা মায়ের প্রেমে দিলাম নিজেকে সেবে,
শান্তি পথ দেখাবে মাগো হতাশ কেনো মনে!
সরল সোজা মনের মানুষ মেজাজ একটু কড়া,
দেবোনা বলে দিইযে ধরা মন রক্ষায় ফেরা!!
বিদায় বেলা মায়ের ইচ্ছায় এলাম সবাই মিশতে,
ঘুরে ফিরে নিজের ঘরে যাইবো ফিসফিস করতে!
কে’কি আমায় ভাবলো সেটা বুঝার সময় নাই –
যেই করছে মন রক্ষা তাহার পাশেই দাড়ায়!!