কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
মুগ্ধ করে আমায় তোমার শারীরিক বিভঙ্গ
কল্পনায় আকিঁ তোমার আকর্ষণীয় অঙ্গ!
মুনিঋষি বিস্মিত দেখে তব মরাল গ্রীবা
তোমার হাস্কি কন্ঠের কাছে লতা রুনা নূর জাহান কি’বা?
যৌন আবেদনে তুমি মারলিন মনোরা
তুমি ক্লিওপেট্রা ঐশীরিয়া কত প্রমিক করলে ঘরছাড়া!
তিল তিল করে বিশ্ব সৌন্দর্য নিয়ে তুমি তিলোত্তমা
শুধু দগ্ধা হৃদয়, শতবছর ঘুরে পিছে তুমি হলে না আমা!
পয়স্বিনীর যেমন মেলার আশা সাগর মোহনায়
বিহগী ছুটে আকাশ পানে মুক্তির আশায়,
আমার সারাটা জীবন ধেয়ে তব পিছে —
শেষ জীবনে ব্যর্থ হৃদয় বুঝলো সবই মিছে!