কলমেঃ দেবিকা রানী হালদার।
যত ভালোবাসি ততোধিক মনে ভয়
ভালো বাসার মানুষটা আমার কখন হারিয়ে যায়!
কিং কাফেচুয়া বেসেছিলো ভালো ভিক্ষারীনি এক নারী
নগ্ন পায়ে দুটি হাতে সে, বক্ষ রেখেছিলো সারি!
ছিলোনা তার অঙ্গ ঢাকার তেমন কোন শাড়ি
ছিলো না গাড়ি ছিলোনা বাড়ি বাস্তহারা দেহ পল্লব নারী!
তবু রাজা বাসিলো ভালো বুকে নিলো তাকে টানি
সব প্রজা রাজার কর্মে, ছেড়ে দিলো দানাপানি!
সেচ্ছায় রাজা ক্ষমতা ছেড়ে দাড়ালো রাজপথে
ভালোবাসা হলো মাথার মুকুট জায়গা হলো ফুটপাতে!
ভালোবাসা অনেক বড়ো, গাড়ি বাড়ি সিংহাসন
কিছু নিতে পারে না ভালোবাসার সেই উঁচু আসন!
যত ভালোবাসি তবু মনে এই ভালোবাসা খুবই কম
ভালোবেসে যাবো তোমায় প্রিয় যতোদিন আছে দম!
যত দিন যায় কাপে মোর হৃদয়, জাগে মনে ভয়
ভালো বাসার মানুষটা যদি কভু ভুলে যায় আমায়!
উঠবে সূর্য বহিবে বাতাস সারা জীবন ভর
তুমি আমি হবো না কখনওই, মন থেকে কেউ পর!
সবটুকু হাসি যত আছে অশ্রু, যায় যদি শুকায় চোখে
তবু ও আমায় আদরে রেখো, জড়িয়ে তোমার বুকে!