প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ১২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ১:৫৬ পি.এম
কবিতাঃ সময়ের হালখাতা
এম, আলমগীর হোসেন
বছর শেষে ফিরে আসে
হিসেবে কষার দিন,
হাল সময়ের খাতায় শুধু
জমা পড়ে ঋণ।
কত বছর পার হয়েছে
বাকি কত কাল?
কোথায় ছিলাম কোথায় আছি
কোথায় রবো কাল।
পূর্বসূরী গেছে ছাড়ি
ফিরল না সে আর,
একই পথের যাত্রী সবাই
কেউ আগে কেউ পর।
ক্ষণিক তরে ধরার পরে
পাঠালো যে জন,
তাঁকে স্মরণ করে যেন
হয় বর্ষবরণ।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com