মানুষের জীবনে সবকিছু পূর্ণ
হলেও অপূর্ণ থাকে আশা ।
আপনদের সবকিছু ভুলা গেলেও
ভুলা যায়না নিকৃষ্ট ভাষা ।।
তীরের চেয়েও ধারালো হয় জানি
মানুষের ব্যবহারের আঘাত ।
মুখের ভাষার দরুণ সম্পর্ক ছিন্ন
হতে লাগেনা তো ব্যাঘাত ।।
সর্ব্বক্ষণ পাশে রয়েছে বলে ভেবোনা
তুমি কাউকে এত আপন ।
গোপনে হয়তো ছক কষছে করতে
সে তোমার সম্মানের পতন ।।
দর কষাকষির চুক্তিতে বাঁধা সম্পর্কে
আপন কেবা হইলো কার ।
প্রয়োজনে সম্পর্কের ঘনিষ্ঠতা মাপে
এটাই বুঝি মনুষ্যত্ব তার ।।
আপনদের ভীড়ে মিষ্টি কথার ফুল
ঝুড়িতে মন ভুলায় যারা ।
প্রয়োজন শেষে কেটে পড়ে অকৃতজ্ঞের
মতো কোন দ্বিধা দ্বন্ধ ছাড়া ।।