কলমেঃ রওশন রোজী
সম্পর্ক হোক হৃদয়ের টানে
সম্পর্ক হোকগানে গানে
মিলনের সুরে প্রাণের টানে
মনের গভীরে।
সম্পর্ক হোক গোলাপের কাঁটা ফেলে
শুধু ফুলের ঘ্রাণে
সম্পর্ক হোক হাসি তামাশা মেতে উঠা
আনন্দ মূখর নয়নে।
সম্পর্ক হোক মিথ্যা গুলো ঝেড়ে ফেলে
সত্যের মাধ্যমে
সুন্দর সকাল ভোরের সূর্য্যের আলোক রশ্মি নিয়ে
গগণের হাসির তালে তালে।
মিথ্যা মেঘের ছায়া দূরে রেখে
সত্যের ভেলায় ভেসে
দূরন্ত উল্কার মতো পেখম ছড়িয়ে
ময়ূর ময়ূরী নাচের আবেগে।
সম্পর্ক হোক সবুজ পল্লবে
দক্ষিণা বাতাসে স্নিগ্ধ ছোঁয়ায়
আপন রঙে রাঙিয়ে
মায়ার কন্ঠে প্রতিধ্বনিত হয়ে।
সম্পর্ক হোক পাখিদের গানে
প্রকৃতির টানে
মায়ার বাঁধনে।
হাসির ছলে, কান্নার দামে।