কলমেঃ অথই নূরুল আমিন।
=================
আমি তো আমার মত করে মনে মনে
তোমাকে রাখিয়াছি অন্তরে গোপনে
ভালোবাসা কখনও একা একা হয় না
আমি বাসি ভালো তুমি যদি বলো না
তাহলে তো আর ভালোবাসা হলো না।।
সাগরকে ভালোবাসা যায় কিন্তু কথা বলে না
প্রকৃতি ভালোবাসা যায় এখানে শান্তির ঠিকানা
তবে শক্ত ভালোবাসা যেন তোমার সাথে
এখান থেকে সরু পথ তারপর মেঠো পথে
এভাবেই ভালোবাসা চলছে তোমার রথে।।
আমার চারপাশে তোমার সুগন্ধি ছিটানো
তাতে কি? তুমি না জানলে না জানো
আমার মনে কষ্ট আছে থাক না এভাবেই
ভালোবাসা ভালো হয় মন্দ হয় স্বভাবতই
তারপরও মনটা থাকবে তোমারই সাথে।।
আমারও একটা বাগান আছে অনাদরে
কোন মালি নেই বলে, বাঁচে কষ্ট ভরে
আমি এখন কোন অংক করি না কিছু ভেবে
কারণ অংকগুলোর মাঝে হিসাব অনুভবে
তুমি এসো, হিসাব করে কি আর হবে।।
———————-
উৎসর্গ: কবি শাহনাজ পারভীন