বঙ্কিম চাঁদের ইশারায় নফছের সিয়াম জাগে ইসলামের পতাকার ছায়ে
তামাম জাহানে মুসলমান রমজানের সওগাত সেহরি আর ইফতারি নিয়ে।
অভুক্ত রাখি দাসত্বে প্রভুর হুকুমে সারাদিন
দেহ মনের দোরে দিয়ে তালা
কোটি নিয়ামতে দানের কৃতজ্ঞতায় ইবাদাতে রাতভর শানে আল্লাহতালা।
ধনী গরিবের ব্যবধান ঘুচাতে যাকাত ফিতরা আদায়ে হতে হয় মশগুল
এক কাতারে নামাজ আদায়ে হিংসা বিদ্বেষ ভুলে সবাই মোনাজাত করি মাগফেরাতে পাপের ভুল।
রমজানেই আছে একটি রাত হাজার মাসের চেয়েও অতি উত্তম
বিশ্বশান্তির বারতা নিয়ে সে রাতেই নাযিল হয়েছিল কুরআন সত্যম।
মহা বরকতময় রমজানে এসো বিভেদ ভুলে গাহি সাম্যের গান
মানব জাতির প্রতিটি প্রাণে জেগে উঠুক ভালবাসা আর শান্তির আহবান।