পাখির সাদা পালকের মতো মনে
তুমি আমার সংসারে এনেছো সুখ
ঘুম জড়ানো রাতে বাহারি রঙিন স্বপ্নে
আমার জন্য নিয়ে আসো সুখ।
তোমার নরম হৃদয়ে বর্ষার মেঘের মতোন
আমার জীবন ঘিরে রেখেছো সুখে
তোমার সুন্দরের উপমায় মনে আসে সুখ
শঙ্খচিলের ডানার মতোন তোমার নরোম পা যুগলে ডানা কাটা নিত্য অনুভবে হৃদয়ের অলি গলিতে ভরে বেড়ায় সুখে।
তোমার আমার অজানা গল্পে বাহারি রঙ আসে সুখ
আমার জীবনের তাবৎ অন্ধকারেও
তোমার ভালবাসার বাতাসে ভেসে আসে প্রকৃত সুখ।
----------------------------------
কবিতার কোলাহল ব্যতীত
(হেলাল হাফিজ স্মরণে)
আবুল কালাম তালুকদার
কোলাহল ভেদ করে তুমি জানালে বিদায়
কষ্টের গ্রাভিফিতে ভরে যাচ্ছে জীবন
তোমাকে হারানোর ব্যথায় মনেরও উজানে চলে এসেছে শোক
আমাদের হিমঘরে থেমে গেছে কবিতার স্পন্দন।
চলে যাওয়ার নাম করে কেবলই হয়েছো আড়াল তোমার কৃতিতে ও স্মৃতিতে তুমি রয়েছো হৃদয়ে
তাই তোমাকে ভালোবাসার শব্দরা বিরহ কাঁদে।
আমাদের ভালবাসার আবরণ ভেদ করে
মাবুদের দরবারে তুমি হয়েছ অতিথি
জানিনা কেমন আছো কবিতার কোলাহল ব্যতীত।