কলমেঃ গোলাম সারোয়ার খান
স্বপ্নের স্বর্গীয় নীলে কামলীলা খেলায়
দেখে যেন নীলাকাশ জ্বলে কামনায়।
ধীরে ধীরে চাঁদ ওঠে সরষীর তীরে,
জোৎস্নারা রাখে যেন প্রেমিকদের ঘিরে।
মৃদু মৃদু সমীরন বয়ে বয়ে যায়,
প্রেমিকেরা মিশে যায় তৃণ শয্যায়।
ক্রমে ক্রমে রাত নামে শশী পরে ঢলে,
প্রেমিকের দেহ ঢাকা প্রিয়ার আঁচলে।
বিবসনা দেখা যায় অপলক চোখে,
বক্ষদ্বয় শিল্পীর আঁকা চাঁদের আলোকে।
মাথা ভরা চুল তার সরু মাজা ছাড়ে
দেহের গড়ন তার সাধু নজরও কাড়ে।
নাভিদেশ বয়ে নামে মৃদু কালো রেখা,
নিচে তার গর্ভ দেশ তুলি দিয়ে আঁকা।
পিপাসিত সেই দেশে প্রেমিক প্রেমিকা
চুমুকে চুমুকে খায় মধু মাখা সুধা।
সে মধুর স্বাদ পেয়ে তপ্ত দেহ মন
স্বর্গীয় সুখ ভরে তৃপ্ত হয় তখন।
অপরূপ কাব্য গাঁথা কাম তত্ত্বের মালা,
এক বিন্দু মিথ্যা নয় সুধা ভরা পেয়ালা।