কলমেঃ রওশন রোজী
আসবে তুমি সুরতরঙ্গের মেলায়
দেখবে ঢেউয়ের সারি সারি
আঁকবে ছবি হৃদয় দিয়ে
গাইবে গান সুরে সুরে।
ধরবে পাল তালে তালে
সুরলৌহড়ির তরঙ্গ মিশে
যাবে গহীন কোন নীপবনে
বাজবে বাঁশি আনন্দক্ষণে।
নিবে ভালো বাসার নিবিড়ে
ছিন্নপাতা বিছিয়ে দিবে
ফুল তরঙ্গের বাহুডোরে
দেখবে কত সুরের ছড়াছড়ি।
হৃদয় পিঞ্জরে বাঁধবে তুমি
আলিঙ্গনে আবদ্ধ করে
অবুঝ মনে অবুঝ চাওয়া
হয় যদি একটু পাওয়া
সুরের বন্ধনে।