কলমেঃ মোঃ জাবেদুল ইসলাম
সোনার দেশে সুর্য উঠে
ভোরের পূর্ব দিকে।
সন্ধ্যা হলে সূর্য টা য়ায়,
ডুবে পশ্চিমে ঠিকে।
পাখিগুলো নীড় ছেড়ে যায়
দুর দূরান্তর দেশে।
সন্ধ্যা হলে পাখিগুলো সব,
নীড়ে ফিরে আসে।
বসন্ত কালে কোকিল ডাকে
কুহু কুহু গান করে।
থারি সাথে বনের পাখিরাও
নানা সুরে গান ধরে।
পাল তুলে নৌকা ভাসে,
আমার সোনার দেশে।
জেলে ভাইরা মাছ ধরে,
বাড়ি ফিরে তারা আসে।
মাঠে ফলে সোনার ফসল
ফসল ভরা ক্ষেতে।
নবান্নের উৎসবে খোকা খুকু
আনন্দে উঠে মেতে।
রাতে বেলায় চাদ জাগে,
নীল আকাশের বুকে।
তারাগুলো ঝিকিমিকি করে,
জ্বলে যেন মনের সুখে।
এমনই শোভা আর কোথাও,
যানে না কোথাও শেষে।
চারিদিকে শুধু অপরুপ শোভা,
আমার সোনার দেশে।