কলমেঃ তুষার আহমেদ
তুমি খেলো স্বপ্ন নিয়ে, দিলে ভেঙে রঙিন ঘর,
অগোছালো করলে জীবন, দিলে বুকে শূন্যতার ডর।
যে হাত গড়েছিল আশার প্রাসাদ, স্বপ্ন বুনেছিল স্নেহে,
তুমিই সেই নিঃস্ব করিলে, শুষে নিলে নীরব ব্যথাতে।
তুমি ভাবো সুখের সিঁড়ি হবে, কারো কান্নার ইট দিয়ে,
তুমি ভাবো পাপের মঞ্চে দাঁড়িয়ে, জীবন পার হবে হেসে।
জানো কি? নিয়তি হাসে, সময়ও ঘুরে আসে,
একদিন ভাঙবে তোমার স্বপ্ন, ঠিক এই ব্যথার পাশে।
উপরে যে আছেন, তিনি নীরব, কিন্তু সবই দেখেন,
আজ না হয় কাল—পাপীরা তার বিচার পায়,
ভুলেও ভেবো না, ছাড় পাবে কেউ, জীবন তো ঘুরে দাঁড়ায়!
তোমার ছলনায় ঝরেছে যে অশ্রু, তারও আছে ভাষা,
দু’হাত তুলে আর্তনাদ করে, আকাশে দেয় চাষা।
সেই চাষা হবে ঝড়ের দোসর, গড়বে প্রতিশোধের ঢেউ,
নিস্পাপ হৃদয়ের অভিশাপে, সুখও হারাবে বোধহীন বেউ।
যে স্বপ্ন তুমি ভেঙে দিলে, সেই ধ্বংসের মাঝে দাঁড়িয়ে,
একদিন দেখবে আয়নার ছায়ায়, নিজেকে হারিয়ে যেয়ে।
বিবেকের কাঁটা বুকে বিঁধবে, ঘুম ভাঙবে মধ্যরাতে,
অন্ধকার ঘেরা নীরব রাত্রি, শুধুই জাগাবে আঘাতে।
ভেবেছিলে জীবন শুধু তোমার, যেভাবে খুশি কাটাবে,
কিন্তু পাপের ধার যদি বাড়ে, নিয়তি হিসেব কষাবে!