কবিঃ আইরিন সুলতানা লিপি।
===================
কদিন আগে গিয়েছিলাম
আসমানীদের বাড়ি,
আসমানী যে পড়েছিলো
ছেঁড়া তালি শাড়ি।
পাল্টে গেছে সবার জীবন
স্বপ্নে বিভোর সবে,
আসমানী তাই দাঁড়িয়ে আজ
স্বপ্নহারা ভবে!
ধান কুড়াতে যায় না এখন আসমানী আর মাঠে,
অর্থাভাবে হয়নি যাওয়া
পাঠশালাতে পাঠে।
যৌবনা এক লালনা সে
ছেঁড়া আঁচল সেঁটে,
সাক্ষী আজো দিচ্ছে হাঁড়ে
পায়না খাবার পেটে!
ঝড়-বৃষ্টিতে আজও তাদের
দেয় যে ভীষণ হানা,
ভেল্লা পাতার চাল খানিতে
আছে শতেক কানা।
স্বপ্ন দেখা হয়নি তাহার
রাজকুমার নাই দেশে,
পঙ্খীরাজ তাই আসেনি কো
গরীব ভালোবেসে!
গাঁয়ের মেয়ে আসমানী খায়
শাকপাতা যে ঘুটে,
শহরে গ্রামের হাজার মেয়ের এমনই হৃদয় টুটে।