কলমেঃ রওশন রোজী
ছোট ছোট স্বপ্ন গুলো যখন ধূলোয় যায় মিলে
আশা নিরাশার হতাশা বেজে যায় মনে
স্বপ্ন গুলো যায় হারিয়ে নিরাশার দলে
তবু ও স্বপ্নে পথ চলা।
দূরন্ত উল্কার মতো ছুটে যাওয়া
অশান্ত মনটাকে শান্ত করার চেষ্টা
নতুন নতুন স্বপ্ন এসে ভীড় জমায়
নিয়ে যায় নানা রঙের খেলায়।
আগামীর পথে আলিঙ্গন করে হাসে
স্বপ্ন যায় স্বপ্ন আসে
মন বদলায় হারানো স্মৃতিতে সুখের কোন মায়ায়
রুখে দেয় অমিশ্র জীবনের চাওয়া পাওয়ার হিসাব।
ভোর হয় ভোর আসে, রাত যায় রাত আসে
সূর্য উদয় হয়ে দিনের আলোয় মিলে
নিমজ্জিত হয়ে দেখা দেয় রাতের অন্ধকার
নীল আকাশের স্বপ্ন নীলে যায় ভেসে।
অন্তহীন কষ্ট গুলো নেয় কেড়ে দুঃস্বপ্নের গভীরে
তবু স্বপ্ন দেখা স্বপ্নে কথা বলা।
রঙধনু আবিরে সাজানো ক্ষণিনের তরে
ক্ষণিক পরে যায় মিশে হারিয়ে খুঁজে তারে।