মোঃ জাবেদুল ইসলাম
চাঁদের দেশে যাবে খোকা,
খুব ধরেছে সাধ।
পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে চাঁদে,
খোকা যাবে আজ।
চাঁদের দেশে স্বাধীন ভাবে,
ঘুরবে খোকা বেশ।
কোন বাঁধা নাই সেখানে,
নাই কোনো তাঁর ক্লেশ।
চাঁদের দেশে চড়কা বুড়ি,
কাটছে সুতা বেশ।
সকাল বিকাল কাটছে সুতা,
হয় না কাটা শেষ।
চাঁদের দেশে মেঘপরীরা,
বলছে খোকায় এসে
তোমার নিয়ে করবো খেলা,
স্বপ্ন চাঁদের দেশে।
মেঘপরীরা সবাই মিলে,
ঘুরছে চাঁদের দেশে।
দারুণ মজা লাগছে আজ,
বলছে খোকা হেসে।
পাখি আর প্রজাপতিরা,
নাই তো চাঁদের দেশে।
ওদের ছাড়া ভালো লাগে না,
চাঁদের বুড়ীর দেশে।
পঙ্খিরাজ বল্লো এসে,
খোকার চুপিচুপি।
তোমায় নিয়ে ফিরব শেষে,
নিজের বাস্তুভূমি।