কলমেঃ তুষার আহমেদ
আকা বাঁকা পথে হেটে চলেছি আমি
স্বপ্ন জয়ের আশায়, হার মানিনি আমি।
লক্ষ্য শুধু এগিয়ে চলার, পিছু তাকাব না আর,
বাধা যতই আসুক পথে, থামবে না এই অঙ্গার।
সম্মুখে ঝড় তুফান এলেও, রুখবে না এই প্রাণ,
স্বপ্ন ছুঁতে হবে আমায়, এটাই আমার গান।।
আলো-অন্ধকার পেরিয়ে যাব, হবে পথের শেষ,
জীবন আমার জয়ের গল্প, লিখবে এক ইতিহাস।
মানাবো কোন বাঁধা থাকলে তুমি পাশে
তোমার সাথে পথ চলতে, পাবো জীবনের আশা,
তুমি ছাড়া পূর্ণ হবে না স্বপ্নের এই ভাষা।
তোমার হাতের স্পর্শ পেলে, জাগবে হৃদয়-আলো,
অন্ধকারেও দেখব পথ, হারাব না সাহস কালো।
তোমার চোখের দৃষ্টি মেলে, দেখব আশার দিশা,
তুমি আমায় ভরসা দিলে, পূর্ণ হবে সব আশা।