কলমেঃ দেব মন্ডল
একদিন সকালে বালক করেন চিন্তন।
কয়লা ধুয়ে ময়লা করিবে পরিস্কার।
স্রষ্টা বলেন আপন বাসনা পূর্ণ করো ওহে মানব সন্তান।
দিন গেলো,মাস গেলো, গেলো কয়েক বছর।
কয়লা ধুয়ে ময়লা পরিস্কার করিতে হয় ব্যর্থ।
বালক তখন বলেন কয়লার চরিত্র না করা যায় শোধন।
বালক ভাবেন একবার হয়েছি ব্যর্থ,
এবার কুকুরের লেজ করিবো সোজা, দেখোরে ওহে স্রষ্টা।
স্রষ্টা বলেন আপন বিলাস পূর্ণ কর ওরে অভাগা।
বালক কাজে লেগে পড়েন, নিয়ে বালতি ভর্তি ঘি।
লেজের মাথায় দড়ি বাঁধিয়া, ঘি করিলো মালিশ।
কয়েক যুগ পরে বালক লেজ ছাড়িয়া দিলো।
কুকুরের লেজ দেখে বাঁকা হয়ে যায়।
বালক অবশেষে বলে দুর ছাই,
যার যা স্বভাব বদলানো না যায়।
রাজার পুত্রের বিবাহের জন্য রাজা, নিযুক্ত করিলেন ঘটক।
ঘটক ভিখারি সাজিয়া ভিক্ষা করিবার ছলে দেখেন, কন্যার মায়ের আচার-আচরণ কেমন।
রাজা বলিলেন তোমার পাঠিয়েছি দেখিতে কন্যা,
তুমি কেনো দেখে এলে মা।
ঘটক বলেন মহারাজ মা গুনী হয় ঝি।
বাবা গুনী হয় বেটা, ব্যাবহারে বংশের পরিচয় জানিবেন সদা।