স্বাধীনতা একটি পতাকার নাম
যার জন্য ঝরেছে অজস্র রক্ত ঘাম।
স্বাধীনতা দীর্ঘ দিনের পুঞ্জীভূত ব্যথা
এর জন্য হারিয়েছে ত্রিশ লক্ষ মাথা।
স্বাধীনতা যুবার চোখে একটি স্বপ্ন
ট্রেনিং নিয়েছে দিন-রজনী যার জন্য।
স্বাধীনতা শিশুর চোখে এক ভয়
চোখের সামনে মায়ের লাশ বাড়ি-ঘর হয় ক্ষয়।
স্বাধীনতা বৃদ্ধের কাছে এক ট্রাজেডি
সাক্ষী রয়েছে কতো শত ঘটনাদি!
স্বাধীনতা বীর সেনাদের চোখের ঝিলিক
তাদের অদম্য সাহসে কিছুই ছিলোনা অলিক।
স্বাধীনতা লাখো বীরের ত্যাগের নাম
কতো বেয়নেট গুলি নিষ্ঠুর নির্মমতার নাম!
স্বাধীনতা একটি গণহত্যার নাম
বিশ্বের কোনো দে-শ নয় এর সমান!
স্বাধীনতা একটি গৌরব গাঁথা
৭ কোটি বাঙালি শুনেছিল মুজিবের কথা!
স্বাধীনতা ৭ ই মার্চের ভাষণের আখ্যান
লাখো জনতার কণ্ঠে গেয়ে উঠলো সে গান।
স্বাধীনতা শেখ মুজিবের জেল জুলুম
ফাঁসির মঞ্চে নির্ভীক এক নেতার নাম!
স্বাধীনতা পলাশ রঙে রঞ্জিত
আজ বোনের হাতে মেহেদী অঙ্কিত।
স্বাধীনতা আজ একটি সুখের নাম
অন্তরে রাখবো সদা ত্যাগীদের নাম!
আজ স্বাধীনতা মানে উল্লাস
আমার সোনার বাংলার মধুময় নির্যাস!