গাজী জিয়াউর রহমান
স্বাধীনতা বলতে বুঝায়
বুক ফুলিয়ে চলতে পারা,
মায়ের মুখে খুশির হাসি
ভাই বোনেদের বাঁধনহারা।
স্বাধীনতা বলতে বুঝায়
স্বাধীন ভাবে বাঁচতে শেখা,
মুক্ত স্বরে মনের কথায়
গান,কবিতা,গল্প লেখা।
স্বাধীনতা বলতে বুঝায়
অধীনতা পায়ে দলা,
দেশের স্বার্থে,ষড়যন্ত্র
পায়ের নিচে পিষে চলা।
স্বাধীনতা বলতে বুঝায়
শত্রুর বুকে কাঁপন ধরা,
দেশের শত্রু যারাই হবে
শক্ত হাতে দমন করা।
স্বাধীনতা বলতে বুঝায়
আমার বোনের আত্মসম্মান,
দেশ রক্ষাতে উজাড় রবে
সদা সকল মানুষের প্রাণ।