কলমেঃ মোঃ মোবারক হোসেন
===================
৪৭,৫২,৬৯, ৭০,৭১ বার বার পেয়েছি স্বাধীনতা।
কই মুক্ত আকাশে কেউ বলতে পারছে আমি স্বাধীন?
স্বাধীনতা কই পেলাম?কেউ না কেউ স্বাধীন জাতিটাকে পরাধীনতার শিকল পরিয়ে রেখেছে।
২৪ এসেছে, এসেছে রক্তে নতুন স্বাধীনতার চাওয়া।
স্বাধীনতা তুমি, সোস্যাল মিডিয়াতে বলতে না পারা অনেক কথা
স্বাধীনতা তুমি,মোবাইলের ওপাশ থেকে এপাশে প্রকাশ করতে না পারা অভিব্যাক্তি।
স্বাধীনতা তুমি,ছেলের লাশ সনাক্ত করতে বাবার অভয় কান্না।
স্বাধীনতা তুমি,বুলেটের ভয় নিয়ে মিছিলে যোগ দেওয়া আপামর জনতা।
স্বাধীনতা তুমি,যার জন্য মায়ের জানাযায় অংশগ্রহন না করতে পারা।
স্বাধীনতা তুমি,আবু সাইদের মত করে টান টান বুক পেতে দেওয়া।
স্বাধীনতা তুমি,মায়ের মুখে এক ঝলক হাসি ফুটানো।
স্বাধীনতা তুমি,অধিকার আদায়ের জন্য দেশকে ধ্বংস করে আবার নিজেরাই দেশকে সমৃদ্ধ করা।
স্বাধীনতা তুমি, অজস্র জনতার আগুনের ন্যায় তিব্র স্লোগান।
স্বাধীনতা তুমি, দেশ দশের জন্য দোয়া করা বিতারিত ইমামের পুনরাবৃত্তি সম্মান।
স্বাধীনতা তুমি,ব্যাক্তি স্বার্থ ত্যাগ করে দেশের জন্য নিঃস্বার্থ চেষ্টা।
স্বাধীনতা তুমি,মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের অহিংস সমাবেশ।
স্বাধীনতা তুমি, জল্লাদের উল্লাসের মঞ্চ থেকে মুক্তি কামী হাজারো জনতা।
স্বাধীনতা তুমি,মৃত্যুর উপত্যকা থেকে দেশকে নতুন প্রান দেওয়া।
স্বাধীনতা তুমি,নিজের টাকায় কিনা বুলেটের নিজের রক্তাক্ত বুক।
স্বাধীনতা তুমি,নিজের ভাইয়ের হত্যাযঙ্গের রক্ত পরিষ্কার করে আনন্দে মেতে উঠা।
স্বাধীনতা তুমি,হাজারো রাজবন্দীর জয়ের স্লোগান।