কলমেঃ দেবিকা রানী হালদার।
চার লক্ষ ধর্ষিতা নারীর ঠিকানা ছিলো ৩২ ধানমন্ডি
বর্গীয় থাবায় ধর্ষিতার ঠিকানা ও হলো লান্ড ভন্ড!
এই খানে হত্যা হয়েছিলো জাতির জনক
আজ সারা বাংলাদেশ টা হয়ে গেছে মৃত্যু পুরী নরক!
আমার মায়ের সন্তান হারানো তীব্র হাহাকার
বুকে শান্তনা পেতেন এসে দাঁড়ালে এই ৩২ নাম্বার!
ইতিহাসের পাতা উল্টে দেখুন ‘৭১ এর নরপিশাচের ধ্বংস লীলা
আজ-ও কারা এদেশ টাকে এ্যানাকুন্ডার মত খাচ্ছে গিলা?
ভাই হারিয়ে পেয়েছিলাম ভাষা, মা-বোনের ইজ্জত দিয়ে দেশ
কারা, কে তাহারা, তিরিশ লক্ষের রক্তের বিনিময়ে বাঙালি অর্জন করলো শেষ?
হয়তো-বা একদিন মনুমেন্ট হবে হবে আইফেল টাওয়ার
ফিরে আসবে না মুজিবের চশমা পাঞ্জাবি স্বাধীনতা ঘোষণা সেই আওয়ার!